Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মহর্ষি মনোমোহন আশ্রম
বিস্তারিত

মনমোহন দত্ত ছিলেন মলয়া সংগীতের জনক, মরমী সাধক, কবি, বাউল, সমাজ সংস্কারক ও অসংখ্য অসাধারণ গানের গীতিকার, সুরকার ও গায়ক। মনমোহন দত্তের লেখা গানগুলো সুর দিয়েছেন ওস্তাদ আলাউদ্দীন খাঁ এর জ্যেষ্ঠ ভ্রাতা আফতাব উদ্দিন। আর তারই স্থানীয় অনুসারীগণের অনুরোধে ও সহযোগীতায় মহান এ সাধকের উত্তরসূরী শ্রীমৎ স্বামী সুধীর চন্দ্র দত্ত বাংলা ১০ই ফাল্গুন ১৩১৯ বঙ্গাব্দে তিতাস উপজেলার ২নং জগতপুর ইউনিয়নের অন্তর্গত ৪নং ওয়ার্ডের জগতপুর গ্রামে আশ্রমটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে স্থানীয়দের ‍উদ্যোগে প্রতি বছরের ১০ ফাল্গুন মরমি এ সাধকের স্মৃতিতে উক্ত আশ্রমে মলয়া সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।